থানা থেকে ছিনিয়ে নেওয়া আসামি তরিকুল ইসলাম গ্রেফতার
                     ১২ জানুয়ারি, ২০২৫ | ৬:৪৩ পূর্বাহ্ণ
                  
                  
                                        
                        ডেস্ক নিউজ                    , ডোনেট বাংলাদেশ
                
                   
                  
					 মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া এজাহারভুক্ত আসামি উপজেলা যুবদল নেতা তরিকুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে উপজেলার দেউলভোগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইয়ুম উদ্দিন চৌধুরী। গ্রেফতার তরিকুল ইসলাম উপজেলার দেউলভোগ দয়হাটা এলাকার আ. মান্নান বেপারীর ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক। ওসি মো. কাইয়ুম বলেন, শুক্রবার রাত ১০টার দিকে বিএনপির নেতাকর্মীরা থানার কক্ষ ভাঙচুর করে ও ওসি তদন্তসহ ১০ জন পুলিশকে মারধর করে তরিকুলকে থানা থেকে ছিনিয়ে নিয়ে যায়। শনিবারে দুপুরে এ ঘটনায় মামলায় হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে এবং রোববার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।
