রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ কৌশল, বাইডেনকে কী জানালেন জেলেনস্কি?

১১ জানুয়ারি, ২০২৫ | ৮:০৭ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় নিজের কৌশলগত পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে ব্রিফ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। শুক্রবার এক টেলিফোন আলাপে এ নিয়ে কথা বলেন দুই নেতা। এদিন হোয়াইট হাউস প্রেস সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়েছে, বাইডেনও জেলেনস্কিকে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন বাড়ানোর প্রচেষ্টা এবং রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের অবস্থান শক্তিশালী করার বিষয়ে হালনাগাদ তথ্য দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় বাহিনীর জন্য কয়েক লক্ষ আর্টিলারি রাউন্ড, হাজার হাজার রকেট, শত শত সাঁজোয়া যান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরবরাহ করেছে’। এছাড়াও যুক্তরাষ্ট্র শুক্রবার রাশিয়ার জ্বালানি খাতের বিরুদ্ধে একটি বিস্তৃত নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করেছে। আমেরিকা তথা বাইডেনের এই কৌশলগত সহযোগিতা, রাশিয়ার সঙ্গে চলমান সংঘর্ষে ইউক্রেনের প্রতিরক্ষা ও আক্রমণাত্মক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। যদিও নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের এই সহযোগিতা অব্যাহত রাখবেন কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সূত্র: মেহের নিউজ এজেন্সি