ত্রাণ সহায়তা নিয়ে সিরীয় জনগণের পাশে সৌদি আরব

১১ জানুয়ারি, ২০২৫ | ৫:২৮ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

সিরীয় জনগণের মাঝে খাদ্য, বাসস্থান ও শীতকালীন সরঞ্জাম বিতরণ করেছে সৌদি আরব। মানবিক মিশনের অংশ হিসেবে দেশটির সাহায্য সংস্থা কেএসরিলিফের মাধ্যমে সিরীয়দের জন্য এসব সহায়তা পাঠিয়েছে বাদশাহ সালমানের দেশ। শনিবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, কেএসরিলিফ বুধবার হোমসের আল-রাস্তান শহরের ১৩২টি পরিবারের ৬২৬ জনের মধ্যে আটার ব্যাগ, শীতকালীন সরঞ্জাম এবং ব্যক্তিগত যত্নের সরঞ্জাম বিতরণ করেছে। কেএসরিলিফ আলেপ্পোর আফরিন এবং আজাজ অঞ্চলের ১,৪৫৫টি পরিবারের মধ্যে খাদ্য প্যাকেজ এবং স্বাস্থ্য সরঞ্জাম বিতরণ করেছে। অন্যদিকে বৃহস্পতিববার কেএসরিলিফ দৌমা শহরের ৩০৬টি পরিবারকে ১,২২৪টি ব্যাগ আটার ব্যাগ, খাবারের ঝুড়ি, ব্যক্তিগত যত্নের সরঞ্জাম এবং বাসস্থানের সরঞ্জাম বিতরণ করেছে। এসব প্রচেষ্টা সিরিয়ার জনগণের দুর্দশা লাঘবের লক্ষ্যে মানবিক সহায়তার জন্য সৌদি আরবের চলমান প্রতিশ্রুতির অংশ বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এর আগে সিরিয়ায় ত্রাণ সরবরাহের জন্য একটি বিমান সেতু (এয়ার ব্রিজ) চালু করে সৌদি আরব। গত ১ জানুয়ারি এই বিমান সেতুটির উদ্বোধন করা হয়।