থানার ওসির ঝুলন্ত লাশ উদ্ধার

৯ জানুয়ারি, ২০২৫ | ৭:১৪ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

শরীয়তপুরের জাজিরা থানার সম্প্রসারিত নতুন ভবনের দুই তলায় অবস্থিত নিজের রুমের জানালার গ্রীলের সাথে গলায় গামছা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) দুপুরে পুলিশের উর্ধতন কর্মকর্তারা এসে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলআমিনের লাশ উদ্ধার করেছেন বলে জানা যায়। তবে ঘটনার পর থেকে পুলিশ জাজিরা থানার প্রধান ফটক আটকে রেখে ভিতরে কাউকেই প্রবেশ করতে দেয়নি। এরইমধ্যে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরি রায় ও জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মকর্তা ছাড়া পুলিশের উর্ধতন কর্মকর্তারা প্রবেশ করেছেন জাজিরা থানায়। জাজিরা থানার একাধিক পুলিশ সদস্য, স্থানীয় গণমাধ্যম কর্মী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরে ওসি আল-আমিন জাজিরা থানায় আসার পর থেকেই এক ধরনের গুমট ভাব দেখা গেছে তার মধ্যে। কিছুটা একাকীত্বে আগ্রহী এবং দুশ্চিন্তাগ্রস্ত মনে হয়েছে তাকে। তবে কোন ধরনের সমস্যার কথা জানাননি কাউকেই। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত পুলিশের উর্ধতন কর্মকর্তাদের কেউ কোন ধরনের মন্তব্য না করলেও জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. রোমান বাদশা বলেন, যেহেতু জানালার গ্রীলের সাথে গলায় গামছা বাঁধা লাশ ছিলো, সুতরাং বিষয়টি অত্যন্ত কনফিউশন তৈরি করে বলে পোস্টমর্টেম ছাড়া কিছুই বলা যাচ্ছে না আপাতত।