মসজিদের খতিবকে ‘হত্যাচেষ্টা’, আলেম-ওলামাদের বিক্ষোভ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সোনারং আদর্শ মহিলা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও নোয়াদ্দা জামে মসজিদের খতিব মাওলানা মিসবাহুদ্দীন সিদ্দিককে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার ভোররাত ৩টার দিকে সোনারংয়ে তার নিজ বাড়ির কলাপসিবল গেট কেটে মুখে মাস্ক পরে সংঘবদ্ধ একটি দল ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এ সময় তার মাথার দুই জায়গায় ও হাতে গুরুতর জখম হয়। তাৎক্ষণিক চিৎকার করলে তার পরিবারের লোকজন ও এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত মাওলানা মিসবাহুদ্দীন সিদ্দিক জানান, আমার বাড়ির দোতলার নির্মাণ কাজ চলায় চারপাশে পরিদর্শন করে রাত ১২টায় ঘুমাতে যাই। পরে রাত ৩টার দিকে বিকট শব্দে আমার দরজা ভাঙার সময় তাৎক্ষণিক ঘুম ভেঙে যায়। পরে দেখি, দুজন মুখোশধারী লোক ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আলেম-ওলামারা দোষীদের খুঁজে বের করে দ্রুত বিচারের দাবি জানিয়ে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন। টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিদুল ইসলাম জানান, এ বিষয়ে আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।