ইউনূস সরকারের সমালোচনা করায় গণ অধিকার পরিষদ নেতাকে বেদম মারধর
ইউনূস সরকারের সমালোচনা করায় গণ অধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক হাসানকে বেদম মারধর করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। শনিবার ৩রা জানুয়ারি ড. ইউনূস সমর্থিত সংগঠন জাতীয় বিপ্লবী পরিষদ নিজেদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে অতিথি করে নিয়ে এসে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে গণ অধিকার পরিষদ। ঘটনাস্থলে উপস্থিত গণ অধিকার পরিষদের কর্মী আশরাফুল আলম জানান, ফারুক ভাইয়ের বক্তব্য শুনে বিপ্লবী পরিষদের লোকজন ভেবেছে সে ইউনূস সরকারের পতন চাচ্ছে। ফলে তারা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা করে। আমরা এই ন্যাক্কারজনক হামলার বিচার চাই। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, অন্তর্বর্তী সরকারের সমালোচনা করায় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা ফারুক হাসানের ওপর ব্যাপক হামলা চালিয়েছে। কপালে ছুরি দিয়ে জখম করেছে। আমরা এখন মামলা করার জন্য শাহবাগ থানায় আছি। যদিও জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী এহসান উল্টো দাবি করেছেন, জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত শহীদ পরিবার ও নাগরিক সমাবেশে হামলা চালানো হয়েছে। রাশেদ খান বলেন, স্বৈরাচারী হাসিনার আমলে তার নামে সমালোচনা করা যেত, কিন্তু ইউনূস সরকারের সময়ে তার সমালোচনাও করা যাচ্ছে না।