এমএ আজিজ স্টেডিয়াম এখন শুধুই ফুটবলের

৩ জানুয়ারি, ২০২৫ | ১০:২৩ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

দশ নয়, ২৫ বছরের জন্য চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম বাংলাদেশে ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বরাদ্দ বা লিজ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আগে ১০ বছরের জন্য এই লিজ দেওয়া হয়েছিল। ফিফার নিয়ম অনুযায়ী কমপক্ষে ২০ বছরের অধিকৃত না থাকলে সেখানে তারা বিনিয়োগ করে না। তাই জাতীয় ক্রীড়া পরিষদও নতুন করে আবেদনের পর বাফুফের অনুকূলে ২৫ বছরের জন্য বরাদ্দ দিয়েছে। এমএ আজিজ স্টেডিয়ামে এতদিন ক্রিকেট ও ফুটবল ভাগাভাগি করে হতো। এখন থেকে এই মাঠ শুধুই ফুটবলের। মাঠ সংকট কাটাতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম বরাদ্দ চেয়েছিল বাফুফে। বিষয়টি নিশ্চিত করেছেন এনএসসির সচিব মো. আমিনুল ইসলাম। তার কথা, ‘চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম প্রথমে ১০ বছরের জন্য বাফুফেকে বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই সময় বাড়ানো হয়েছে।’