এবার ধূমপান করলেই গুনতে হবে জরিমানা

১ জানুয়ারি, ২০২৫ | ৬:৪৬ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

এবার ইতালিতে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞা ঘোষণার ফলে ইতালির আর্থিক ও ফ্যাশন রাজধানী মিলানে ধূমপায়ীদের শহরের রাস্তায় বা জনাকীর্ণ পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানা গুনতে হবে। স্থানীয় কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন, এই ব্যবস্থার অন্যতম উদ্দেশ্যে হচ্ছে ‘শহরের বাতাসের গুণমান উন্নত, নাগরিকদের স্বাস্থ্য রক্ষা, পাবলিক স্পেসে পরোক্ষ ধূমপান থেকে সুরক্ষাসহ শিশুদের শ্বাসকষ্ট থেকে রক্ষা করা।’ জানা যায়, ইতালির উত্তরাঞ্চলীয় এই শহরে যারা নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের ৪০ থেকে ২৪০ ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩০ হাজার টাকা। তবে এমন কঠোর বিধান শহরের সকল বাসিন্দা ভালোভাবে মেনে নিতে পারছেন না।