চিত্রনায়িকা দীঘির আবেগঘন ফেসবুক পোস্ট
ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।ছোটবেলা থেকেই চলচ্চিত্রসহ বিজ্ঞাপনে কাজ করে আসছেন তিনি।তবে নায়িকা হিসেবে প্রথম অভিনয় করেছেন কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ ছবিতে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব দীঘি।মায়ের মৃত্যুবার্ষিকীতে এক আবেগঘন পোস্ট দিয়েছেন এই চিত্রনায়িকা। মায়ের মৃত্যুবার্ষিকীতে এক ফেসবুক পোস্টে দীঘি লিখেছেন, ‘আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি, মা। ১৩ বছর কাটিয়ে দিলাম, আরও কতটা বছর যে কাটাতে হবে। সময় কখনো থেমে থাকে না।’ তিনি লেখেন, ‘কিন্তু প্রতিনিয়ত তোমাকে আমি অনেক মিস করি মাম্মি। এতকিছু লিখতে চাই কিন্তু দিনশেষে কিছুই লিখতে পারি না শুধু চোখ ভিজে আসে।’ মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে নায়িকা লেখেন, ‘অনেক অনেক বেশি তোমাকে ভালোবাসি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।’