ফেব্রুয়ারিতে বাংলাদেশে পা রাখছে পাক সেনা: ফ্যাক্ট চেক

২৯ ডিসেম্বর, ২০২৪ | ১১:১৬ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

ভারতের কতকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম “ওয়ানইন্ডিয়া” আজ ২৯ ডিসেম্বর “ফেব্রুয়ারিতে বাংলাদেশে পা রাখছে পাক সেনা” এমন শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত সংবাদে দাবি করা হয়,হাসিনা জমানার শেষ হতেই বাংলাদেশের পাকিস্তান প্রীতি সপ্তমে। ভারতের অবদান ভুলে ভারত বিরোধিতার জিগির তুলে পাকিস্তানকে নিয়ে মেতে আছেন মুহাম্মদ ইউনূস। আর এবার আশঙ্কা বাড়িয়ে বাংলাদেশে ফিরছে পাক সেনাবাহিনী। ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে আরো বলা হয়,২০২৫ সালের ফেব্রুয়ারিতেই বাংলাদেশজুড়ে পাকিস্তানের বাহিনী ঢুকে প্রশিক্ষণ দেবে বলে চুক্তি হয়েছে দুই দেশের। এমনটাই সূত্রের খবর। একাত্তরের যুদ্ধে ভারতের সহযোগিতায় বাংলাদেশের মুক্তি বাহিনীর কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই পাক সেনা। বাংলাদেশি সেনাবাহিনীর প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন পাক সেনার মেজর জেনারেল পদমর্যাদার অফিসার। মুক্তিযুদ্ধে ইতিহাস ভুলে ৫৩ বছর পর বাংলাদেশে পা রাখবে পাকিস্তানের সেনা। আসন্ন ফেব্রুয়ারিতে সর্বপ্রথম ময়মনসিংহ ক্যান্টনমেন্টে শুরু হবে প্রশিক্ষণ। ১ বছর ধরে বাংলাদেশের জওয়ানদের প্রশিক্ষণ দেবে পাকিস্তান। গত নভেম্বরে এমনই প্রস্তাব বাংলাদেশকে পাঠানো হয়েছিল পাকিস্তানের সেনার তরফে। উল্লেখ্য পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে প্রশিক্ষণ দিতে আসার খবর ভিত্তিহীন জানিয়ে গেল ২৮ ডিসেম্বর আইএসপিআর প্রতিবাদ লিপি দেয়।তাই ভারতের সংবাদমাধ্যমের দাবি করা এই খবরটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।