সচিবালয়ে অগ্নিকাণ্ড: পরিকল্পিত নাকি দুর্ঘটনা?
![](https://usbangla24.news/wp-content/uploads/2024/12/Un00-300x176.jpg)
সচিবালয়ের মতো দেশের সর্বোচ্চ প্রশাসনিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ৭ নম্বর ভবনে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে বিভিন্ন তলা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে উপস্থিত নৌ-বাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার (পিও) আমিনুল ইসলাম এ ঘটনাকে পরিকল্পিত হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন। অগ্নিকাণ্ডের বৈশিষ্ট্য আমিনুল ইসলাম জানান, শর্ট সার্কিট থেকে সাধারণত একটি নির্দিষ্ট স্থানে আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে। কিন্তু এ ক্ষেত্রে ছয়তলা এবং নয়তলায় একইসঙ্গে আগুন লাগা অস্বাভাবিক বলে মনে হচ্ছে। তিনি আরো উল্লেখ করেন, "যেখানে আগুন লেগেছে, সেখানে সবকিছু পুড়ে গেছে। তবে তদন্ত ছাড়া কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।" ফায়ার সার্ভিসের মতামত অপরদিকে, ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল এ ঘটনাকে ইন্টেরিয়র ডেকোরেশনজনিত কারণে হতে পারে বলে ধারণা দেন। তিনি বলেন, "বিদ্যুৎ লাইনের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়া সম্ভব। তবে প্রাথমিক তদন্ত না করে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না।" অগ্নিকাণ্ডের বিস্তার বুধবার দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ ৬ ঘণ্টা কাজ করে সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। নাশকতার সন্দেহ ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের অনেকে অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা বলে উল্লেখ করেন। সচিবালয়ের মতো সর্বোচ্চ নিরাপত্তার জায়গায় এমন ঘটনা স্বাভাবিকভাবেই অনেকের মনে সন্দেহ তৈরি করেছে। কেউ কেউ বলছেন, এটি পরিকল্পিতভাবে ঘটানো হতে পারে। তদন্তের অপেক্ষা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে আগুনের সঠিক কারণ বের করা সম্ভব হয়নি। তবে তল্লাশি ও তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। তবে এই ঘটনা পরিকল্পিত নাকি দুর্ঘটনা, তা নির্ধারণে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে।