ঘর বেঁধেছেন ১৬ তারকা, কমেছে বিচ্ছেদ
বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৪। দুয়ারে কড়া নাড়ছে নতুন বছর ২০২৫। বিনোদন জগতের জন্য এ বছরটি ছিল বেশ ঘটনাবহুল। এবছর বিয়ের খবর দিয়েছেন বিনোদন অঙ্গনের ১৬ জন তারকা। আরিফিন শুভ, মাহিয়া মাহি ও নির্মাতা দীপঙ্কর দীপন ছাড়া কারো বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসেনি। গেল বছর অভিনেতা শরিফুল রাজ, অভিনেত্রী পরীমণি, তানিয়া, সংগীতশিল্পী এসআই টুটুল ও মাইনুল আহসান নোবেল বিচ্ছেদের ঘোষণা দেন। অর্থাৎ ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বিনোদন অঙ্গনে বিচ্ছেদের ঘটনা কম। মৌসুমী হামিদ দীর্ঘদিন প্রেমের পর চলতি বছরের শুরুতেই নিজের বিয়ের খবর দেন অভিনেত্রী মৌসুমী হামিদ। ১১ জানুয়ারি লেখক আবু সাঈদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। ফারহান আহমেদ জোভান মৌসুমী হামিদের বিয়ের পরদিনই জানুয়ারি মাসের ১২ তারিখে সাজিন আহমেদ নির্জনাকে বিয়ে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তার স্ত্রী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দেড় বছরের প্রেমের পর পারিবারিকভাবে বিয়ে সারেন জোভান। নাজিয়া হক অর্ষা-মোস্তাফিজুর নূর ইমরান চলতি বছর ১৪ জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের খবর দিয়েছিলেন। নির্মাতা-অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানকে বিয়ে করেছেন তিনি। জিনাত সানু স্বাগতা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা গত ২৪ জানুয়ারি প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অর্চিতা স্পর্শিয়া ১৩ ফেব্রুয়ারি সৈয়দ রিফাত নাওঈদ হোসেনকে বিয়ে করেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বর পড়াশোনা করেছেন দেশের বাইরে। এখন একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক পদে কাজ করছেন। তামিম মৃধা ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় বিয়ের কথা জানান ছোটপর্দার অভিনেতা তামিম মৃধা। তার স্ত্রীর নাম রাইসা ইসলাম। সালহা খানম নাদিয়া চলতি বছরের ২১ জুন রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে বরের সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের খবর প্রকাশ্যে আনেন ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বরের নাম সালমান আরাফাত। তারা দু’জন আগে থেকেই পরিচিত ছিলেন। রুকাইয়া জাহান চমক ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ২১ জুন বিয়ে করেছেন। ছোট আয়োজনে মাত্র ৯ টাকা দেনমোহরে ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করে সবাইকে চমকই দেখিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর স্বামী পেশায় একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। সহীদ উন নবী বিয়ের দুই বছর পর গত ৮ অক্টোবর এ খবর প্রকাশ করেন নির্মাতা ও অভিনেতা সহীদ উন নবী। তার স্ত্রীর নাম লামিয়া। তিনি শোবিজের কেউ নয়। একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ইংরেজিতে অনার্স করছে। শিরিন শিলা নায়িকা শিরিন শিলা বিয়ে করেছেন ১০ অক্টবোর। তার বরের নাম আবিদুল মোহাইমিন সাজিল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। পেশায় সাজিল একজন ফার্মাসিস্ট। সুজানা জাফর দীর্ঘদিন একা থাকার পর চলতি বছরের ২৮ অক্টোবর বিয়ের খবর জানান মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। তার স্বামীর নাম সৈয়দ হক। গত ২২ আগস্ট দুবাই কোর্টে বিয়ে করেছেন তারা। স্বামী সৈয়দ হকও দুবাইতে থাকেন। সাবরিনা সুলতানা কেয়া গত ২৮ নভেম্বর বিয়ে করেন নায়িকা সাবরিনা সুলতানা কেয়া। তার স্বামীর নাম মোস্তাক কিবরিয়া। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তানজিকা আমিন গত ৬ ডিসেম্বর বিয়েবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী তানজিকা আমিন। রাজধানী ঢাকার বেইলি রোডে তাদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। বিশেষ এই দিনে মায়ের বিয়ের শাড়ি পরেছিলেন অভিনেত্রী। তার স্বামীর নাম সাইফ বাসুনিয়া। দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন তিনি। সংগীতশিল্পী মিলন ১ মার্চ বিয়ে খবর প্রকাশ্যে আনেন সংগীতশিল্পী মিলন। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মিলনের স্ত্রীর নাম মেহেরিমা দীপ্তি। শারমীন জোহা শশী গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন বিয়ের পিঁড়িতে বসেন ‘হাজার বছর ধরে’ সিনেমার নায়িকা ‘টুনী’ চরিত্রে অভিনয় করা অভিনেত্রী শশী। বর খালিদ হোসাইন অভি। তিনি ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত। পেশায় একজন ডাবিং ডিরেক্টর। আবার অনেক সিরিজ, কার্টুন, অ্যানিমেশনে ভয়েস দিয়েছেন। বিচ্ছেদের খবর মাহিয়া মাহি ১৬ ফেব্রুয়ারি রাতে এক ভিডিও বার্তায় চিত্রনায়িকা মাহিয়া মাহি জানান, তিনি তার স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের কথা জানালেও সেই তারিখ জানাননি মাহি। তবে শোবিজ অঙ্গনে কান পাতলে শোনা যায়। স্বামীর সঙ্গে একেবারেই আলাদা তিনি। আরিফিন শুভ সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বৈবাহিক সম্পর্ক শেষ করেন ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ। দীপংকর দীপন গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে সংযুক্তা মিশুর সঙ্গে বিয়েবিচ্ছেদের বিষয়টি জানান ‘ঢাকা অ্যাটাক’ সিনেমা খ্যাত বহুল পরিচিত নির্মাতা দীপংকর দীপন।