পদ্মা একীভূতকরণের সিদ্ধান্ত থেকে সরে এলো এক্সিম ব্যাংক
সমস্যাকবলিত পদ্মা ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত থেকে সরে এলো এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের গত সোমবারের সভায় নেওয়া এ সিদ্ধান্ত ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের চাপের মুখে গত ১৪ মার্চ ব্যাংক দুটির পরিচালনা পর্ষদ আলাদা বৈঠক করে একীভূত হওয়ার সিদ্ধান্ত নেয়। এর পর ১৮ মার্চ বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে এমওইউ সই করে ডিএসইতে ঘোষণা দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, চলতি বছরের শুরুর দিকে একীভূতকরণের উদ্যোগ নেন আব্দুর রউফ তালুকদার। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি পদত্যাগ করে আত্মগোপনে আছেন। ওই সময়ে ব্যাংক দুটির পর্ষদে যারা ছিলেন, তারাও বাদ পড়েছেন। ব্যাংকটির অন্যতম উদ্যোক্তা নজরুল ইসলাম মজুমদার এক্সিম ব্যাংক ও এবিএবির চেয়ারম্যানের পদ হারিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে নতুন পর্ষদ একীভূত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের ৩১ জানুয়ারি ব্যাংকের প্রধান নির্বাহীদের সভায় তৎকালীন গভর্নর দুর্বল ব্যাংক একীভূত হওয়ার পরামর্শ দেন। এর পর ৪ মার্চ ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধি দলের বৈঠকে চলতি বছরের মধ্যে ১০টি দুর্বল ব্যাংক একীভূত করার ধারণা দেওয়া হয়।