ব্যাংকের সম্পদ মূল্যায়নে বিদেশি পরামর্শক নিয়োগে নীতিমালা

২২ ডিসেম্বর, ২০২৪ | ১১:০০ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

ব্যাংকের সম্পদ মূল্যায়নে বিদেশি পরামর্শক নিয়োগ দেওয়া যাবে। বিদেশি ব্যাংকের পরামর্শক ব্যাংকের সম্পদ মূল্যায়ন করে প্রকৃত মূলধনের প্রয়োজনীয়তাসহ বিভিন্ন বিষয় পরামর্শ দেবে। মূলত দুর্বল ব্যাংকের সম্পদ মূল্যায়নের জন্য এমন নীতিমালা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নিয়ে এধরনের ফার্ম নিয়োগ দিতে হবে। রোববার এ বিষয়ে ‘দ্য স্পেশাল রেগুলেশনস অব বাংলাদেশ ব্যাংক–২০২৪’ নামে একটি নীতিমালা জারি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গত ৮ ডিসেম্বরের সভায় এই নীতিমালা অনুমোদন হয়। বাংলাদেশ ব্যাংক অর্ডার–১৯৭২ এর ক্ষমতা বলে নীতিমালাটি জারি করা হয়েছে ব্যাংকিং খাত সংস্কার টাস্কফোর্স থেকে। মূলত দুর্বল ব্যাংকগুলোর ঝুঁকিভিত্তিক সম্পদ মূল্যায়ন করে প্রকৃত মূলধনের প্রয়োজনীয়তা বের করা হবে আন্তর্জাতিক এসব পরামর্শক নিয়োগের মূল উদ্দেশ্য। বিগত সরকারের সময়ে দুর্বল হওয়া ব্যাংকের অবস্থার উন্নয়ন করাই এই পরামর্শক নিয়োগের মূল উদ্দেশ্য। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, সম্পদ মূল্যায়নে বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের সুযোগ আগেও ছিল। তবে এ বিষয়ে সুস্পষ্ট কোনো নীতিমালা ছিল না। এই নীতিমালার মাধ্যমে সেটি স্পষ্ট করা হলো। মূলত আইএমএফ, বিশ্বব্যাংকের চাহিদা অনুযায়ী দুর্বল ব্যাংকের সম্পদ মূল্যায়নের এ ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, দেশীয় বহিঃনিরীক্ষক প্রতিষ্ঠান এরকম সম্পদ মূল্যায়ন করে থাকে। তবে এরই মধ্যে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সুনাম নষ্ট হয়েছে। যে কারণে বিদেশি প্রতিষ্ঠান নিয়োগ দিতে হচ্ছে।