সিএমএইচ থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

১৬ ডিসেম্বর, ২০২৪ | ৫:০১ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

সাভার সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুর ২টায় বিএনপি মহাসচিব বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। ডা. জাহিদ হোসেন বলেন, দুপুর ২টার দিকে মহাসচিব বাসায় পৌঁছেছেন। তিনি সুস্থ আছেন, ভালো আছেন। এখন বিশ্রামে আছেন। তিনি বলেন, সাভার সিএমএইচে মির্জা ফখরুলের কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রিপোর্টগুলোর ফল ভালো। সিএমএইচএর চিকিৎসকরা রিপোর্ট পর্যালোচনা করে বিএনপি মহাসচিবকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেন। জাহিদ বলেন, হাজার হাজার নেতাকর্মীকে নিয়ে বিএনপি মহাসচিব স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানান। এতো ভিড় ছিল, যা না দেখলে বুঝানো সম্ভব না। এই ভিড়ের মধ্যে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে মহাসচিব সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ের জন্য যখন যাচ্ছিলেন, তখন অসুস্থ হয়ে পড়েন। তিনি আরও বলেন, মির্জা ফখরুল বসে পড়েন। আমি, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও সাবেক সংসদ সদস্য দেওয়ান সালাহউদ্দিন বাবু দ্রুত তাকে ধরাধরি করে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে আসার সঙ্গে কমাডেন্ট, মেডিসিন, হৃদরোগ, আইসিইউসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা মহাসচিবের চিকিৎসা দ্রুত শুরু করেন, কয়েকটি পরীক্ষাও করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়েছেন জেনে দ্রুত নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান সিএমএইচে আসেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন। বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে সোমবার সকাল ১০টার দিকে অসুস্থ পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।