শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়

১৪ ডিসেম্বর, ২০২৪ | ১০:৪৩ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

উত্তরে জেলা পঞ্চগড়ের একদিনের ব্যবধানে এক ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। তাপমাত্রার পারদ বাড়লেও পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার (১৩ ডিসেম্বর) চলতি শীত মৌসুমে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (১৪ ডিসেম্বর) যা এক ডিগ্রি বেড়ে ৯ ডিগ্রির ঘরে পৌঁছেছে। শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে দেখা মিলেছে ঘন কুয়াশার। জানা গেছে, উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাস অব্যাহত থাকায় অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। তবে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলেও দিনভর তুলনামূলক গরম অনুভূত মিলেছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ‘শুক্রবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সারা দেশের ও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তা আজ শনিবার সকাল ৬টায় রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি। একই সঙ্গে বাতাসের আর্দ্রতা রেকর্ড হয়েছে ৯৯ শতাংশ। তবে এখনও এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।’