মাহমুদউল্লাহ রিয়াদকে প্রশংসায় ভাসালেন মিরাজ
৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। দল ব্যর্থ হলেও এই সিরিজে আলো ছড়িয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। দুর্দান্ত ব্যাটিংয়ে এই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। তাই রিয়াদকে প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরাজ বলেন, (মাহমুদউল্লাহ) খুব ভালো করেছেন। সিরিজে তিনটি ফিফটি করেছেন, যা দলের জন্য খুব ভালো ব্যাপার। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। এই সিরিজে তরুণদের দায়িত্ব নেওয়ার সুযোগ ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটি করতে পারিনি। তৃতীয় ম্যাচে সৌম্য-মিরাজ জুটি ভাঙার পর জাকেরকে সঙ্গে নিয়ে দলের হাল ধরে ছিলেন মাহমুদউল্লাহ। তার অপরাজিত ৮৪ রানে ভর করে ৩২১ রানের বড় পুঁজি পেয়েছিল বাংলাদেশ দল। কিন্তু বোলাররা ব্যর্থ হওয়ায় হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। এই হার দিয়ে চলতি বছরের আন্তর্জাতিক মিশন শেষ করেছে বাংলাদেশ। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে বিপিএলে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে শান্ত-মিরাজরা। এ নিয়ে টাইগার অলরাউন্ডার বলেন, এই সিরিজের পরই আমাদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। আমরা জানি, আমাদের কোথায় উন্নতি প্রয়োজন। আশা করি, সামনে এগিয়ে যাওয়ার পথে আমরা বুঝতে পারব কীভাবে সেসব জায়গায় উন্নতি করতে হবে। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত না থাকায় ওয়ানডে সিরিজেও মিরাজকে করতে হয়েছে অধিনায়কত্ব। এছাড়া সিরিজে ছিলেন না কয়েকজন তারকারা ক্রিকেটারও। তারকাদের না থাকা নিয়ে মিরাজ বলেন, এই সিরিজে আমরা কিছু সিনিয়র খেলোয়াড়কে মিস করেছি। আমাকে দায়িত্ব নিতে হবে এবং চার নম্বরে ব্যাট করতে হবে।