সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়াকে গতকাল রোববার (৮ ডিসেম্বর) রাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ই-ব্লকের ২৯৫ নম্বর ভাড়া বাসা থেকে ডিবি উত্তরা বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।এ বিষয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, সোনারগাঁ থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া। এজাহারভূক্ত আসামি হবার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের পর শামসুল ইসলাম ভূঁইয়াকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। ডিবির কর্মকর্তারা বলেন, বসুন্ধরা আবাসিক এলাকায় তাঁর অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সোনারগাঁ থানায় দায়ের করা মামলার বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। তবে গ্রেপ্তারের পরবর্তী কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানার সঙ্গে সমন্বয় করা হচ্ছে। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে মামলা এবং অন্যান্য অভিযোগের বিষয়গুলো তদন্ত করে দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।