বঙ্গোপসাগরে লঘুচাপ, কমতে পারে তাপমাত্রা

৮ ডিসেম্বর, ২০২৪ | ১০:২৭ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলাতেই শনিবার তাপমাত্রা সাড়ে ১২ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমেছে। এর মধ্যে রাজশাহী বিভাগের জেলা নওগাঁর বদলগাছী উপজেলায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা এদিন সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। একইসঙ্গে এই মৌসুমেরও সর্বনিম্ন তাপমাত্রাও এটি। এরই মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এমন অবস্থায় আগামী কয়েকদিনে রাত ও দিনের তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের সই করা ওই বার্তায় আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া আগামী ২ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর এই সময়ের মধ্যে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আজ রোববার (৮ ডিসেম্বর) ও সোমবার (৯ ডিসেম্বর) সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা পর্যালোচনায় রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে বলেও জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কোনো অঞ্চলে তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ চলছে বলে ধরা হয়। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি, ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তীব্র এবং ৪ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসাবে গণ্য করা হয়। সে হিসাবে, নওগাঁর বদলগাছীতে এখন মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তবে নওগাঁ ছাড়া রাজশাহী বিভাগের অন্যান্য অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশিই রয়েছে। গতকাল রংপুর বিভাগের জেলা দিনাজপুরে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।