বিজয় দিবস উপলক্ষে সাজাপ্রাপ্ত কারাবন্দির সাজা মওকুফ
![](https://usbangla24.news/wp-content/uploads/2024/12/54456-300x157.jpg)
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ জন সাজাপ্রাপ্ত কারাবন্দির অবশিষ্ট সাজা মওকুফ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ এক প্রেস নোটে এই তথ্য জানিয়েছেন। বিবৃতিতে জানানো হয়েছে, দেশের সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ১৬ জন অর্ধেকের বেশি সাজা ভোগ করা কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করেছেন। এর ফলে ওই কয়েদিরা আগামী ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে মুক্তি লাভ করবেন। এ সিদ্ধান্তের আওতায়, সংশ্লিষ্ট কারাগারের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে এবং সুরক্ষা সেবা বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট বন্দিদের মুক্তির জন্য প্রক্রিয়া শুরু করা হয়েছে। মহান বিজয় দিবসের এই অনন্য সুযোগে রাষ্ট্রপতির এই মহৎ সিদ্ধান্ত দেশের আইনগত ও সামাজিক সহানুভূতির উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ও যুব সমাজের অনেকেই আশা করছেন, রাষ্ট্রপতির এই দৃষ্টান্ত আরও বেশি মানুষকে পথ দেখাবে, যারা বিপথগামী হয়ে অপরাধে লিপ্ত হয়েছিল। এখন তারা সমাজে সুষ্ঠু ও নৈতিক জীবনযাপন করতে সক্ষম হবে। এ সিদ্ধান্ত দেশের কারাবন্দিদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি এবং জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। দেশের জনগণের মাঝে এই মওকুফ কার্যক্রমে বিশেষভাবে বিজয়ের দিন উদযাপনকে আরো বেশি অর্থপূর্ণ করে তুলেছে।