নেত্রকোনায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক
নেত্রকোনা জেলা শহরের পশ্চিম মালনী গ্রামে বুধবার রাত ৮টার দিকে একটি ওয়াজ মাহফিলের কথা কাটাকাটির জের ধরে ৩৫-৪০ জন কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালিয়ে মো. দয়ালকে (২০) গুরুতর জখম করেছে। এলাকাবাসী দেশীয় অস্ত্রসহ হামলাকারী কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করে নেত্রকোনা সেনা বাহিনীর কাছে প্রেরন করেছেন। নেত্রকোনা আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. মনোয়ারুল ইসলাম জানান, জেলা শহরের ৫নং ওয়ার্ডের পশ্চিম মালনী গ্রামে বুধবার রাত ৮টার দিকে ওয়াজ মাহফিলের কথা কাটাকাটির জের ধরে ৩৫-৪০জন কিশোর গ্যাংয়ের হামলায় পশ্চিম কলোনীর মো. দয়াল গুরুতর আহত হয়। আহত দয়ালকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এলাকাবাসী হামলাকারী কিশোর গ্যাংয়ের সদস্য মো. ফাহিম, আহানাফ মো. প্রিলন, মুনতাসির আহমেদ সিয়াম ও হামিন দিগন্ত মহাতাবকে আটক করে সেনা ক্যাম্পে খবর দেয়। সেনা বাহিনীর টহল দল ঘটনাস্থল থেকে আটককৃতদের ক্যাম্পে নিয়ে আসে। পরবতীতে রাত ১০টার দিকে আটককৃতদের মডেল থানার এস.আই আবু তাহের খানের নিকট হস্তান্তর করা হয়।