৪২০ দিন গাজ়ায় পণবন্দি! ট্রাম্প ও নেতানিয়াহুর কাছে আর্জি
মাত্র ২০ বছর বয়স। তবে এই ২০ বছরের জীবনে ৪২০ দিন তিনি কাটিয়ে ফেললেন পণবন্দি হয়েই। এ বার মুক্তি চাই! আমেরিকার নব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে তাঁর কাতর আর্জি, ‘‘হামাসের হাত থেকে উদ্ধার করুন।’’ এডেন আলেকজান্ডার নামে ওই তরুণ ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) সদস্য হিসাবে গাজ়ায় যুদ্ধে গিয়েছিলেন। গত বছর ৭ অক্টোবর গাজায় গিয়ে আর ফেরেননি তিনি! প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসের হাতে পণবন্দি হন তিনি। শনিবার হামাসের তরফে প্রকাশ করা হয়েছে ওই পণবন্দি তরুণের ভিডিয়ো। সেই ভিডিওতে তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে। আমেরিকা এবং ইসরায়েল— দুই দেশের নাগরিকত্ব রয়েছে আলেকজান্ডারের। হামাসের প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, কাঁদতে কাঁদতে দুই দেশের প্রধানের কাছে মুক্তি চেয়ে আর্জি জানাচ্ছেন। আলেকজান্ডারের ভিডিও দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। ‘অত্যন্ত নিষ্ঠুর’ বলে হামাসকে নিশানা করেছে আমেরিকা প্রশাসন। তারা আরও জানিয়েছে, সরকার আলেকজান্ডারের পরিবারের পাশে আছে।