আগামীদিনের রাজনীতি চাই নদী ও পরিবেশ কেন্দ্রিক – সুমন শামস

নদী ও জলবায়ু পরিবর্তন শীর্ষক সেমিনারের আয়োজন করেছে নদী ও প্রাণ প্রকৃতি রক্ষা সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশ। আজ শনিবার (৩০ নভেম্বর) সকালে নোঙর- গলাচিপা শাখার আয়োজনে পটুয়াখালী গলাচিপা অফিসার্স ক্লাব হলরুমে আয়োজিত এ সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নোঙর' বাংলাদেশ প্রতিষ্ঠিাতা সভাপতি সুমন সামস। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব, নাসিম রেজা। এসময় মোঃ নাসিম রেজা বলেন, একটি দেশের প্রাণ হচ্ছে নদী, এ নদীকে বাচাঁতে সরকারের চলমান কর্মসূচীর পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগীতায় স্বেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছেন, তার মধ্যে 'নোঙর' অন্যতম। নদী ও পরিবেশ রক্ষায় সর্বশ্রেণীর নাগরিকদের এগিয়ে আসার আহবান জানান তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি নোঙর বাংলাদেশের প্রতিষ্ঠাতা সুমন শামস বলেন, নদীমাতৃক বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় আগামীদিনের রাজনীতি চাই নদী ও পরিবেশ কেন্দ্রিক। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ সহ সমগ্র পৃথিবী আজ ভয়াবহ বিপর্যয়ের মুখামুখি দাড়িয়েছে। তাই এ সংকট সমগ্র বিশ্বের মানবজাতির জন্য অশনি সংকেত। এ পরিস্থিতি মোকাবিলার জন্য নদী ও প্রাণ-প্রকৃতি এবং পরিবেশ রক্ষার বিকল্প নেই। তাই বাংলাদেশের নদ-নদী দখল-দূষণ মুক্ত করতে সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগকে একযোগে আরো বেশি উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি উপকূলিয় অঞ্চলের অধীবাসীদের আরো বেশি সচেতন হতে হবে। আগামি প্রজন্মকে সুন্দর একটি পৃথিবী উপহার দিতে এই কার্যক্রম দেশব্যাপী চলমান থাকবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণ প্রজন্মকে সাথে নিয়ে প্রচুর পরিমাণ বৃক্ষ রোপণে সম্পৃক্ত করতে হবে। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপজেলা অফিসার্স ইনচার্জ ( ওসি) মোঃ আসাদুর রহমান, প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, গলাচিপা ডিগ্রী কলেজ এর সাবেক অধ্যাক্ষ মোঃ রফিকুল ইসলাম, উপ-পরিচালক পটুয়াখালী নদী বন্দরের মোঃ শাহাদাৎ হোসেন, গোলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নাসিরুদ্দিন হাওলাদার। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন 'নোঙর' গলাচিপা ইউনিটের আহব্বায়ক মু. খালিদ হোসেন মিল্টন ও সদস্য সচিব জিল্লুর রহমান জুয়েল।