রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ
২৪ নভেম্বর, ২০২৪ | ৪:৩৭ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ
মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেয়ার দাবিতে আজও রবিবার (২৪ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশাচালকরা। রোববার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। মোহাম্মদপুরে বিক্ষোভের কারণে মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর ও গাবতলী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, ‘হঠাৎ করে আজ সকাল সাড়ে ১০টা দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ চার রাস্তার মোড় ও ঢাকা উদ্যান এলাকায় অটোরিকশাচালকরা সড়ক অবরোধ করে। এতে সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।’