ময়নাতদন্ত ছাড়াই ৩ শিক্ষার্থীর লাশ হস্তান্তর
গাজীপুরের শ্রীপুরে পিকনিকে যাওয়ার পথে বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সফিকুল ইসলাম খান জানান, ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে নিহত ব্যক্তিদের পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশের কাছে আবেদন করে। তারই পরিপ্রেক্ষিতে লাশগুলো হস্তান্তর করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বার্ষিক বনভোজন ছিল। গাজীপুরের শ্রীপুরে জৈনাবাজারের একটি রিসোর্টে যাওয়ার পথে উদয়খালী এলাকায় দ্বিতল একটি বাস বিদ্যুতায়িত হয়। রিসোর্ট থেকে আধা কিলোমিটার দূরে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বাসের দরজার দিকে থাকা তিনজন বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। নিহত তিন শিক্ষার্থী হলেন ফেনীর মাস্টারপাড়া এলাকার মোতাহার হোসেনের ছেলে মীর মোজাম্মেল (২৩), রাজশাহীর রাজপাড়া ডিঙ্গাবো এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জোবায়ের আলম (২২) ও রংপুর সদর উপজেলার ইমতিয়াজুর রহমানের ছেলে মুবতাছিন রহমান (২২)। তারা সবাই মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহত ঢাকার মিরপুরের কাজীপাড়া এলাকার কাবিদুল ইসলাম (২২) ও ঢাকার কামরাঙ্গীরচর এলাকার নাফিজ আলম খানকে (২২) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে আহছানিয়া মিশন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো: মাঈনউদ্দিন খান জানান, হাসপাতালে মৃত অবস্থায় আনা তিন শিক্ষার্থীর লাশ মর্গে রাখা হয়েছিল। পরে লাশগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের কাছে নিহতের স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নেয়ার অনুমতি চাইলে সম্মতি মেলায় তারা সন্ধ্যা ৬টার দিকে লাশগুলো হস্তান্তর করেন।