৪৬তম বিসিএসের ফল নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল পিএসসি

১৮ নভেম্বর, ২০২৪ | ৮:৫৪ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

৪৬তম বিসিএসের ফলাফল আবারও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। সোমবার এ সিদ্ধান্ত নেয় সরকারি কর্মি কমিশন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান। এছাড়া এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত ৯ মে ২০২৪ তারিখ প্রকাশ হয়। এ পরীক্ষায় লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় ১০ হাজার ৬৩৮ প্রার্থীকে। এ ক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে আবারও ফলাফল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।