ভোলায় কোষ্টগার্ডের অভিযানে পিস্তল ও বোমাসহ তিন সন্ত্রাসী আটক

১৫ নভেম্বর, ২০২৪ | ৪:২৩ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

ভোলায় ১টি দেশীয় পিস্তল, ১০টি হাত বোমা ও ৪টি দেশীয় ধারালো অস্ত্রসহ তিন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড। আজ শুক্রবার সকালে কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, মফিজ মাল (৩৬), মো: মামুন মাল ও মো: শামীম মাল। আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি জমি দখল ও ভয়-ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরনের অপকর্ম করার অভিযোগ রয়েছে। সকাল ১১টায় ভোলা কোষ্টগার্ড দক্ষিণ জোন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন, কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে: কমান্ডার রিফাত আহাম্মেদ। এসময় জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ানের ১নং ওয়ার্ডে একটি অভিযান চালায়। এসময় ১টি দেশীয় পিস্তল, ১০টি হাতবোমা ও ৪টি দেশীয় ধারালো অস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মফিজ মাল, মো: মামুন মাল ও মো: শামীম মালকে আটক করা হয়। আটককৃত সন্ত্রাসী ও জব্দকৃত আলামত ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।