নর্ডিক রাষ্ট্রদূতদের সঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যানের সাক্ষাৎ
১৩ নভেম্বর, ২০২৪ | ৮:০৭ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ
![](https://usbangla24.news/wp-content/uploads/2024/11/Untitled-5-67349b37386ca-300x169.jpg)
নর্ডিক দেশগুলোর রাষ্ট্রদূতদের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বুধবার সকালে রাজধানীর গুলশানে সুইডিশ রাষ্ট্রদূতের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি চেয়ারম্যান সুইডিশ রাষ্ট্রদূতের বাসভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হকোন অ্যারাল্ড গুলব্রান্ডসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস ইউকস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রেক্স মেলার। এ সময় তারা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি এবং চলমান রাজনীতি নিয়ে মতবিনিময় করেন। জিএম কাদেরের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা।