জবি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সচিবালয়ের সামনে গেলেন উপদেষ্টা নাহিদ
                     ১১ নভেম্বর, ২০২৪ | ৮:২৭ অপরাহ্ণ
                  
                  
                                        
                        ডেস্ক নিউজ                    , ডোনেট বাংলাদেশ
                
                   
                  
					 আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে সচিবালয়ের সামনে এসেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। সোমবার বিকেল ৩টার দিকে সেখানে উপস্থিত হন তিনি। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ পাঁচ দফা ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তি, বিশ্ববিদ্যালয় বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবিতে সচিবালয় ঘেরাও করে অবস্থান নিয়েছেন কয়েক হাজার শিক্ষার্থী। সোমবার (১১ নভেম্বর) শিক্ষা ভবনের সামনের মোড় অবরোধ করে আন্দোলন শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল দাবির স্মারকলিপি নিয়ে শিক্ষাসচিবের সঙ্গে দেখা করতে সচিবালয়ে ঢোকে। তবে শিক্ষাসচিব দেখা না করায় সচিবালয় ঘেরাও করে হাজারো শিক্ষার্থী।
