জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাগপার আলোচনা সভা

৭ নভেম্বর, ২০২৪ | ১১:২৫ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরায় জাগপা মহানগর সভাপতি মো. হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। প্রধান বক্তা ছিলেন জাগপা সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ। বক্তব্য রাখেন জাগপা নেতা আওলাদ হোসেন শিল্পী, অ্যাড এম এ ওহাব, আক্তার হোসেন, জহুরুল ইসলাম, আবু সুফিয়ান, এম এ শাহীন, প্রফেসর রায়হান, ইসমাইল হোসেন, যুবনেতা শাকির হোসেন ও সাদ্দাম হোসেন প্রমুখ। খন্দকার লুৎফর রহমান বলেন, এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা। তিনি আরও বলেন, এই পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়, এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।