টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
                     ৬ নভেম্বর, ২০২৪ | ৪:৩৫ অপরাহ্ণ
                  
                  
                                        
                        ডেস্ক নিউজ                    , ডোনেট বাংলাদেশ
                
                   
                  
					 বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি আফগানিস্তান ক্রিকেট দল। আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। বুধবার প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। পিচ রিপোর্টে ধারাভাষ্যকার রমিজ রাজা টসে জিতে ব্যাটিং নেওয়ার কথা বলেছেন। আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদিও তাই করেছেন। ফ্লাডলাইটের নিচে দ্বিতীয় ইনিংসে দেখা যাবে টার্ন। বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
