ছাদখোলা বাসে বাফুফের পথে সাফ চ্যাম্পিয়নরা
                     ৩১ অক্টোবর, ২০২৪ | ৫:৪৮ অপরাহ্ণ
                  
                  
                                        
                        ডেস্ক নিউজ                    , ডোনেট বাংলাদেশ
                
                   
                  
					 ছাদখোলা বাসে বাফুফের পথে রওনা হয়েছেন বাংলাদেশ সাফজয়ী নারী ফুটবলাররা। আজ বৃহস্পতিবার দুপুর ৩টা ৫০ মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবনের পথে রওনা হয় তাদের বহন করা বাস। এর আগে বিমানবন্দর নামার পরে সাংবাদিকদ সম্মেলনে কথা বলেন সাবিনা ঋতুপর্ণারা। নেপাল থেকে আজ বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরেছেন বাংলাদেশ সাফজয়ী নারী ফুটবলাররা। ২০২২ সালে সাফজয়ী ফুটবলারদের ছাদখোলা বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নেওয়ার ব্যবস্থা করে মানুষের ভালোবাসা গায়ে মাখার ব্যবস্থা করা হয়েছিল। এবারও ছাদখোলা বাসে করে মেয়েদের বাফুফেতে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল।
