ছাত্রলীগের নির্যাতনের ছবি ও ভিডিও প্রদর্শনীর আহ্বান হাসনাতের

৩১ অক্টোবর, ২০২৪ | ৫:০৫ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৫ থেকে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের ছবি ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের নির্যাতনের ভিডিও ফুটেজ এবং স্টিল ছবির প্রদর্শনী আয়োজন করতে আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ আহ্বান জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ১৫ থেকে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের ভিডিও ফুটেজ এবং স্টিল ছবির প্রদর্শনী টিএসসিতে অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বুথ স্থাপন করা হয়েছে, যেখানে আগামী ৩ দিন হামলাকারীদের তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হবে। সকলের প্রতি আহ্বান, যাদের বিরুদ্ধে হামলার সুনির্দিষ্ট প্রমাণ এবং চাক্ষুষ সাক্ষী রয়েছে, তারা বুথে এসে তথ্য দিন। বুথের সময়কাল : সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত। এ ছাড়াও আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই যার যার নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের নির্যাতনের ভিডিও ফুটেজ এবং স্টিল ছবির প্রদর্শনী আয়োজন করুন। এর আগে, আয়োজন সম্পর্কে জানিয়ে টিএসসির পায়রা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত বলেন, গত ১৫ থেকে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭টি জায়গায় অপরাধ সংগঠিত হয়েছে। এসব ঘটনার ভিডিওচিত্র, স্থিরচিত্র, সিসিটিভি ফুটেজ, আহতদের বয়ান ও চাক্ষুষ সাক্ষীর মাধ্যমে হামলাকারী, পরিকল্পনাকারী, হুকুমদাতা ও মদদদাতাদের চিহ্নিত করব।