ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১০২৯
২৪ অক্টোবর, ২০২৪ | ৭:৫৫ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে।এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত এডিস মশাবাহিত রোগটিতে মারা গেছেন ২৬৮ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।তাদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৩৯৯ জন এবং বাকিরা ঢাকার বাইরের।হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ২৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ২২৫ জন। এরমধ্যে হাসপাতাল ছেড়েছেন ৫০ হাজার ১২৪ জন। উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।