পিএসসির সচিব হলেন সানোয়ার জাহান ভূঁইয়া
২৩ অক্টোবর, ২০২৪ | ৮:০৬ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. সানোয়ার জাহান ভূঁইয়া। মঙ্গলবার (২২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অন্যদিকে একই দিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ভিন্ন এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে জনপ্রশাসনে ন্যস্ত করা হয়েছে।