গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৪২,৫০০

১৮ অক্টোবর, ২০২৪ | ১০:১৮ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বর আগ্রাসন চালিয়েই যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় ৬২ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৩০০ জন আহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৪২,৫০০ জনে পৌঁছেছে। শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় চারটি হত্যাকাণ্ড চালিয়েছে। যার ফলে ৬২ জন শহিদ হয়েছেন এবং আরও ৩০০ জন আহত হয়েছেন। ইসরাইলের আক্রমণে এখন পর্যন্ত কমপক্ষে ৪২,৫০০ জন ফিলিস্তিনি নিহত এবং ৯৯,৫৪৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এছাড়া হামলার কারণে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অসংখ্য মৃতদেহের কারণে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। ইসরাইলি আক্রমণে গাজা উপত্যকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে এবং এখনও অনেক মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। সূত্র: ইরনা