পেশাজীবী অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট খালিদ

৯ অক্টোবর, ২০২৪ | ১১:২৭ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খালিদ হোসেনকে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) গণঅধিকার পরিষদের সভাপতি ও পেশাজীবী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা নুরুল হক নুর এবং দলের সাধারণ সম্পাদক ও পেশাজীবী অধিকার পরিষদের উপদেষ্টা রাশেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৭ সেপ্টেম্বর পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি ড. জাফর মাহমুদের সভাপতিত্বে এক সভায় অ্যাডভোকেট খালিদ হোসেনকে সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।