স্থগিত হবে শান্তিতে নোবেল পুরস্কারের ঘোষণা?
দীর্ঘদিনের রীতি ভেঙে স্থগিত করা হতে পারে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা। সর্বশেষ ১৯৭২ সালে এ ঘটনা ঘটেছিল। এবারও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা স্থগিত করা হতে পারে। সুইডেনভিত্তিক একজন বিশেষজ্ঞের বরাতে এ খবর প্রকাশ করেছে মার্কিন সাময়িকী নিউজউইক। গেল সপ্তাহে খবর বেরোয় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। গুতেরেসের পাশাপাশি এই পুরস্কারের জন্য আরও মনোনয়ন পান জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউনাইটেড নেশন্স প্যালেস্টাইনিয়ান রেফিউজি এজেন্সি ও জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত। গাজা, লেবানন ও ইরানের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই শান্তিতে নোবেলের জন্য গুতেরেসের নাম শোনা যায়। তবে জাতিসংঘ মহাসচিবের ওপর বেজায় চটে আছে ইসরায়েল। এমনকি ইসরায়েলে তার প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। এখন শান্তিতে নোবেল পুরস্কার স্থগিতের খবর প্রকাশ্যে আসছে। সংঘাতময় এই পরিস্থিতিতে শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছেন স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ড্যান স্মিথ। তার ভাষায়, সংঘাত, বৈরিতা ও উত্তেজনার মধ্যে এ বছর শান্তিতে নোবেল পুরস্কার স্থগিত করা হবে কি না, সেটাই ভাববার বিষয়। আগামী ৭ অক্টোবর থেকে ঘোষণা করা হবে, চলতি বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম। শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১১ অক্টোবর। প্রতি বছর শান্তি, সাহিত্য, পদার্থবিজ্ঞান, রসায়নশাস্ত্র, চিকিৎসাবিজ্ঞান এবং অর্থনীতি— এই ৬টি খাতে অসামান্য অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়া হয় নোবেল পুরস্কার। যাকে বলা হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার।