ভারতীয় বিমান বিধ্বস্তের ৫৬ বছর পর মিলল ৪ আরোহীর মরদেহ
৫৬ বছর আগে শতাধিক আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া একটি উড়োজাহাজের চার আরোহীর মরদেহ পাওয়া গেছে। ভারতীয় বিমানবাহিনীর ওই বিমান এন-১২ উড্ডয়নের কিছুক্ষণ পর নিখোঁজ হয়। এরপর রোটাং পাসের কাছে ভয়ানক বৈরী আবহাওয়ার মুখে পড়ে বিধ্বস্ত হয় বিমানটি। এত বছর পর গেল রোববার ওই চার আরোহীর মরদেহ উদ্ধার করে ভারতের সেনাবাহিনী। এর আগে ১৯৬৮ সালের ৭ ফেব্রুয়ারি হিমাচল প্রদেশের চণ্ডীগড় থেকে ১০২ জন আরোহী নিয়ে ওই বিমান উড্ডয়ন করেছিল। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তাদের দোগরা স্কাউট ইউনিটের নেতৃত্বে এই অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এতে সহায়তা করছেন তিরাঙ্গা মাউন্টেন রেসকিউর প্রতিনিধিরা। ২০০৩ সালে অটল বিহারি বাজপেয়ী ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ের পর্বতারোহীরা প্রথম বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পান। পরে কয়েক ধাপে বেশ কিছু অভিযান পরিচালনা করে ভারতীয় সেনাবাহিনী। এসব অভিযানেও সামনে থেকে নেতৃত্ব দেন দোগরা স্কাউটের সদস্যরা। সবশেষ ২০১৯ সালে ৫টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল। রোববার চারটি মরদেহ উদ্ধার হওয়ায় সেই সংখ্যাটা ৯ এ গিয়ে দাঁড়াল।