কারা অধিদপ্তরের ২ জেল সুপার বদলি
২৭ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৩৩ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ
বদলির কাতারে এবার পড়েছেন দুই জেল সুপার। কারা অধিদপ্তরের প্রস্তাবনার আলোকে তাদের বদলি করা হয়েছে। বৃহস্পিতিবার (২6 সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তাহনিয়া রহমান চৌধুরীর সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়। পঞ্চগড় জেলা কারাগারের জেল সুপার মো. বদরুদ্দোজাকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে এবং মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশীদকে পঞ্চগড় জেলা কারাগারের বদলির আদেশ দেওয়া হয়।