ইসরাইলের বন্দরে ইরাকি যোদ্ধাদের ড্রোন হামলা
এবার ইসরাইলের এইলাত বন্দরে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরাকের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা। ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে যে বর্বরতা চালাচ্ছে, তার প্রতিশোধ হিসেবে ইরাকি যোদ্ধারা এ হামলা চালায়। ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের জোট বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা এইলাত বন্দরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে। সামাজিক মাধ্যমগুলোতে দেখা যায়, হামলার পর এইলাত বন্দর এলাকায় ধোঁয়া উড়ছে। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ড্রোন হামলায় দুজন বসতি স্থাপনকারী আহত হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, ইরাকি যোদ্ধারা দুটি ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছে; তবে একটি ড্রোন আঘাত হানতে পারলেও অন্যটিকে ভূপাতিত করা হয়েছে। দখলদার সেনারা বলেছে, ইরাকের হুমকি সম্পর্কে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, এ বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বুধবার ইরাকি প্রতিরোধ যোদ্ধারা একদিনেই ইসরাইলের বিরুদ্ধে পাঁচটি সামরিক অভিযান চালিয়েছে। এর মধ্যে সাপির বিমানঘাঁটিসহ দুটি স্থাপনায় সরাসরি ড্রোন দিয়ে হামলা চালায় তারা। গত ৭ অক্টোবর ইসরাইল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করার পর থেকে এ পর্যন্ত ইরাকি যোদ্ধারা বহুবার ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি