ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে তিন যুবকের মৃত্যু, আহত ৯
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে তিনজন মারা গেছেন। আহত হয়েছেন নারী ও শিশুসহ ৯ জন। এ ঘটনায় মারা গেছে গবাদিপশু। বজ্রপাতে বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু স্থানে। মঙ্গলবার বিকালে তীব্র তাপদাহের পর বৃষ্টি শুরু হলে ঠাকুরগাঁও সদর উপজেলা ও বালিয়াডাঙ্গী উপজেলায় এসব ঘটনা ঘটে। মৃতরা হলেন- সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের দুলাল উদ্দীনের ছেলে আরিফুল ইসলাম (১৭), নজরুল ইসলামের ছেলে মুনির ইসলাম (২৮) এবং বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের মজিবুর রহমানের ছেলে আতাউর রহমান (২৩)। আহতরা হলেন- আমজানখোর ইউনিয়নের ৭ বছর বয়সি শিশু রুমান, ১৩ বছর বয়সি কিশোর রানা, ১০ বছর বয়সি শিশু সাকিবুল, ফুলতলা গ্রামের ৮ বছর বয়সি শিশু ফয়সাল ও উদয়পুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী মঞ্জুরা বেগমসহ ৯ জন। তারা সবাই বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এছাড়াও সদর উপজেলার আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বিষয়টি নিশ্চিত করেছেন।