কানপুরে ঠিক হবে সাকিবের আঙুল?
ফিফা র্যাংকিংয়ে গুয়ামের অবস্থান ২০৪। সেই তাদের অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে ড্র করেছে র্যাংকিংয়ে (১৮৬) এগিয়ে থাকা বাংলাদেশ। সোমবার ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাচ গুয়ামের বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। হান্নান যোগ করেন, ‘এই দুদিন সাকিব ফিজিওর পর্যবেক্ষণে রয়েছে। মাঠে নামার পর ফিজিওর কাছ থেকে সাকিবের ইনজুরির ব্যাপারে বিস্তারিত জানতে পারব। হাতে এখনো সময় আছে। পরের ম্যাচের জন্য একাদশে তাকে রাখা হবে কি না, এ নিয়ে আমরা যথেষ্ট চিন্তা-ভাবনা করব।’ হান্নান বলেন, ‘সাকিবের ব্যাপারটাকে আপনি সরাসরি চোট বলতে পারবেন না। ছোট ছোট কিছু ব্যাপার থাকে। ওর যে আঙুলে অসুবিধা হয়েছিল, সেটা খেলার আগে সে অনুভব করেনি। বোলিং শুরু করার পর ব্যথা অনুভূত হয়।’ তিনি যোগ করেন, ‘সেই আঙুলে আবার বল লেগেছে। ব্যথা তো হবেই।’ তার মতে, ‘সাকিব এমন একজন খেলোয়াড়, সে যদি খেলতে না পারে, যদি ওর মনে হয় যে বল করতে পারবে না, তাহলে শুধু ব্যাটার হিসাবে খেলতে পারে। আর যদি ব্যাটিং-বোলিং কোনোটাই করতে না পারে, তাহলে ভিন্ন কথা। তখন অন্য সিদ্ধান্ত নিতে হবে।’