মুন্সীগঞ্জে বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন

২৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:৩৪ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

পিলখানায় বিডিআর বিদ্রোহে কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিতে পুনঃবহালের দাবিতে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ, মুন্সীগঞ্জ জেলা শাখা। সোমবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনের প্রধান সড়কে ওই মানববন্ধন করেন তারা। এতে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিনাদোষে ষড়যন্ত্র মূলকভাবে চাকরি হারানো এবং মামলায় ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেয়। পরে তারা মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় মানববন্ধন থেকে বক্তারা বলেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলকভাবে তাদের চাকরিচ্যুত করা হয় এবং মামলায় ফাঁসানো হয়। তারা তাদের চাকরি পুনঃবহালের পাশাপাশি কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানান।