রাঙামাটিতে ১৪৪ ধারা জারি
২০ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:২৭ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ
রাঙামাটিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ রাঙামাটি জেলার পৌরসভা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং জনগণের জান ও মাল ক্ষতিসাধনের আশঙ্কা রয়েছে। সেহেতু আজ শুক্রবার দুপুর ১টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি জেলার পৌরসভা এলাকায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ মোতাবেক ১৪৪ ধারা জারি করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।