গাজায় নিহতের মধ্যে ১১ হাজারের বেশি শিক্ষার্থী
ইসরায়েলি বাহিনীর অভিযানে অবরুদ্ধ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ১১ হাজারেরও বেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৮ হাজার। ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজা উপত্যকায় ১০ হাজার ৮৮৮ শিক্ষার্থী নিহত ও ১৭ হাজার ২২৪ জন আহত হন। একই সময়ে পশ্চিম তীরে ১১৩ শিক্ষার্থী নিহত ও ৫৪৮ জন আহত হয়েছেন। এ ছাড়া পশ্চিম তীর থেকে ৪২৯ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। রাস্তায় অনেকের লাশ পড়ে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। এসব যোগ করলে হতাহতের সংখ্যা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। এখন পর্যন্ত ৪১ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আর আহতের সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য আজ মঙ্গলবার মিসর সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এই সফরে জিম্মিদের মুক্তির বিষয়েও মিসরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি চুক্তি সইয়ের লক্ষ্যে কয়েক মাস ধরে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর। অন্যদিকে উত্তর ইসরায়েলের বাস্তুচ্যুত বাসিন্দাদের নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনা এখন তেল আবিবের যুদ্ধের আরেকটি লক্ষ্য বলে জানিয়েছে দেশটি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ কথা জানানো হয়। সোমবার রাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী লড়াইয়ের জন্য প্রস্তুত ফিলিস্তিন। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের কাছে পাঠানো সোমবার এক বার্তায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা নিজেদের একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের লড়াইয়ের জন্য প্রস্তুত করেছি, যা শত্রুর রাজনৈতিক ইচ্ছাকে ভেঙে ফেলবে। ইরাক, লেবানন এবং ইয়েমেনে ইরান সম্পর্কিত গোষ্ঠীগুলো ইসরায়েলকে পরাজিত করবে। এর আগে ইয়েমেনের রাজধানী সানা এবং দেশের লোহিত সাগরের উপকূলের বেশির ভাগ নিয়ন্ত্রণকারী হুতিরা রোববার মধ্য ইসরায়েলে একটি বিরল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন। খবর বিবিসি ও আলজাজিরার।