বাবরের নেতৃত্ব হারানোর গুঞ্জন, যা বললেন নাকভি

৮ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:০৮ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

পাকিস্তানের ক্রিকেট মানেই চরম অনিশ্চয়তা। অধিনায়ক, কোচিং স্টাফ, নির্বাচক প্যানেল এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারাও পদ হারানোর শঙ্কায় থাকেন। গত বছরের নভেম্বরে ভারতে ওয়ানডে বিশ্বকাপে দলের চরম ব্যর্থতার জন্য তিন সংস্করণের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হন বাবর আজম। পরে বোর্ডের চেয়ারম্যান পরিবর্তনের পর তাকে আবার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ফিরিয়ে আনে (পিসিবি)। এখন আবার বাবরকে তার সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের জন্য নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এ ব্যাপারে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, ‘আমি বিষয়টি তাদের (কোচ ও নির্বাচক) ওপর ছেড়ে দিয়েছি। ২২ সেপ্টেম্বর একটি কর্মশালা আছে। সেখানে নিজেদের মতামত দেওয়ার জন্য সবাই আমন্ত্রিত। এর পরই সিদ্ধান্ত নেওয়া হবে।’ নাকভি আরও বলেছেন, ‘আমি জানি যে কোনো ভুল হলে আমাকেই দায় দেওয়া হবে। দল যদি ভালো না খেলে, নির্বাচকেরা যদি দল নির্বাচনে ভুল করে অথবা কোচ যদি হেরে যায়; এসবের দায় আমার ওপরই পড়বে।’ গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘কোনো টেস্টই (দেশের) বাইরে হবে না। মুলতান ও রাওয়ালপিন্ডি ভেন্যু হিসেবে চূড়ান্ত। ইংল্যান্ডের বোর্ডের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। কোনো সমস্যা নেই।’