ঈদে ভয়াবহ চুরি মামলা না নিয়ে নানা বুঝ দিচ্ছে পুলিশ

২৯ জুন, ২০২৪ | ১০:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

রাজধানীর আদাবরে ঈদের সময় ফাঁকা বাসায় গ্রিল কেটে ভয়াবহ চুরির ঘটনার ৬ দিনেও চেষ্টা চালিয়ে থানায় কোনো লিখিত অভিযোগ কিংবা মামলা করতে পারেনি ভুক্তভোগী পরিবার। উলটো অভিযোগ না নিয়ে নানা রকম বুঝ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। এ মাসের ১৫ জুন থেকে ২৩ জুনের মধ্যে আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটি এলাকার ৯ নম্বর রোডের ৭৩৫ নম্বর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, পরিবার নিয়ে ঈদের কয়েকদিন আগে গ্রামের বাড়িতে বেড়াতে যান তারা। ২৩ জুন সকালে ফিরে দেখেন বাসার ড্রয়ার, আলমারিসহ সব কিছুর তালা ভেঙে ভেতরে থাকা কাপড়চোপড়সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। পরে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন দিয়ে সহায়তা চাইলে তাৎক্ষণিক আদাবর থানার পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি সিআইডির ইউনিট দেখভাল করবেন বলে চলে যান। কিন্তু ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ কিংবা মামলার কথা বললে মালামাল ফেরত পাওয়া যাবে না এবং মামলা করে চোর চক্রের সদস্যদেরও খোঁজ পাওয়া যাবে না বলে নানা বুঝ দেয় পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শামসুন্নাহার তন্নী ও তার স্বামী ডা. মেহেদীজ্জামান মেহেদী জানান, পুলিশ নানারকম কথা বলে গত কয়েকদিন আমাদের ঘোরাচ্ছে। মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মিজানুর রহমান জানান, এ বিষয়ে আমি খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নিচ্ছি।