ভারত বাড়তি সুবিধা পাচ্ছে, স্বীকার করলেন মাঞ্জরেকার

২৮ জুন, ২০২৪ | ১০:০৬ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

ভারত যখন চার স্পিনার রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে, তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন। রবীন্দ্র জাদেজা থাকতে বাড়তি স্পিনার হিসেবে অক্ষর প্যাটেলকে দলে নেওয়ার যুক্তি খুঁজে বেড়িয়েছেন তারা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তারা। গায়ানার উইকেটে স্পিনাররা সহায়তা পেয়েছেন। উইকেটের সুবিধা বুঝে নিয়ে পুরো ৪ ওভার বল করেছেন অক্ষর। ২৩ খরচায় ৩ উইকেট ঝুলিতে পুরে ম্যাচের লাগাম ভারতের হাতে এনে দেন তিনি। ভারত আগে থেকেই জানত যদি সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারে তারা, সেক্ষেত্রে তাদের ম্যাচ গায়ানাতেই হবে। সে তথ্য আমলে নিয়েই চার স্পিনার রেখে দল সাজায় তারা। সেমিফাইনালের ভেন্যুসহ চলতি বিশ্বকাপের অনেককিছুই ভারতের পক্ষে গেছে। সব ম্যাচ দিনের আলোয় খেলা, একই মাঠে গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচ খেলার মতো কিছু বিষয় ভারতের জন্য বাড়তি সুবিধা হিসেবে কাজ করেছেন। ‘ফাইনালের জন্য সব রান জমিয়ে রেখেছেন কোহলি’ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন, ডেভিড লয়েড সহ অনেক সাবেক ক্রিকেটারই আইসিসি যে ভারতকে বাড়তি সুবিধা দিচ্ছে, সে বিষয়ে মুখ খুলেছেন। এবার ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারও বিষয়টি মেনে নিয়েছেন। ইএসপিএনক্রিকইনফোকে এই ধারাভাষ্যকার বলেন, ‘পরিষ্কার সুবিধা দেওয়া হয়েছে। রোহিতকে এটা মানতেই হবে। সে বলতে পারবে না যে এটা তাদের কাজটা সুবিধা করে দিচ্ছে না। ভারত নিশ্চয়ই তাদের দল সাজিয়েছে এটা মাথায় রেখে।’ বিশ্বকাপের মঞ্চে সাম্প্রতিক সময় সেমিফাইনাল এবং ফাইনালেই বারবার পা হড়কেছে ভারতের। তাই এই দুই ম্যাচ নিয়েই বিশেষ পরিকল্পনার আভাস দিয়েছেন মাঞ্জরেকার, ‘সেমিফাইনাল ও ফাইনাল ভারতের সমস্যা ছিল। যখন আপনি জানবেন আপনার খেলা গায়ানায়, তখন আপনি চার স্পিনার দলে রাখবেন। এটাই হবে একটা কারণ।’ প্রসঙ্গত, সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে ফাইনালে পৌঁছে গেছে ভারত। শনিবার (২৯ জুন) ব্রিজটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে মাঠে নামবে তারা।