আ.লীগ সভাপতিকে হারিয়ে বিজয়ী আলাউদ্দিন ভূঁইয়া

২৭ জুন, ২০২৪ | ১০:০৫ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

ভোটারদের ভোটকেন্দ্রে আসতে পথে বাধা দিয়েও ঠেকানো গেল না গৌরনদী পৌরসভা উপনির্বাচনে নারিকেল গাছ প্রতীকের মেয়রপ্রার্থী আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন ভূইয়াকে। বেসরকারি ফলাফলে তিনি ৫ হাজার ৭৫৫ ভোটের ব্যবধানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনকে হারিয়েছেন। গৌরনদী নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৪টি ভোটকেন্দ্রে আলাউদ্দিন ভূঁইয়ার নারিকেল গাছ প্রতীকে ১০ হাজার ৫৪৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল ফোন প্রতীকের মেয়রপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন ৪ হাজার ৭৮৯ ভোট পেয়েছেন। আলাউদ্দিন ভূঁইয়ার সমর্থকরা জানান, ভোটগ্রহণের আগের দিন রাতে থেকে নারিকেল গাছ প্রতীকের চিহ্নিত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে না যেতে হুমকি দেওয়া হয়। ভোটের দিন সকালেও ৯টি ওয়ার্ডে বহিরাগতদের জড়ো করে পথে পথে ভোটারদের বাধা দেওয়া হয়। তবে সব বাধা উপেক্ষা করে ভোটাররা তাদের যোগ্য প্রার্থীকে পৌর মেয়র হিসাবে বেছে নেন। উল্লেখ্য, পৌরসভার মেয়র পদ থেকে হারিছুর রহমান পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় মেয়র পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এখানে ১৪টি ভোটকেন্দ্রে ভোটার ৩৭ হাজার ২৪৩ জন।